তুমি সৃষ্টি করলে ফুল, সৌরভ, ব্যাকুল প্রজাপতি
--- মানুষকে দিলেনা ফুলের মতো মন,
পাগল করা সুগন্ধ বিলাস, সুন্দর-পিয়াসী প্রবৃত্তি।
নীলাভ পাহাড় নিমগ্ন ভালোবাসায় বুক চিরে
জাগায় নির্মল স্ফটিক ঝর্ণা, বহতা নদী
ফুল ফসলের ঔদার্যে জুড়ায় মন পৃথিবীর
--- মানুষকে দিলেনা মুখোশহীন মানবতা,
দেওয়ার মতো স্বার্থহীন প্রকাণ্ড হৃদয়।
সমুদ্রকন্যা মেঘ, আদ্র বৃষ্টির ছন্দে
সবুজে সবুজে আকীর্ণ করে তপ্ত জনারণ্য,
আকাশ ঢেলে দেয় অঢেল নীল, সমুদ্রের বিশালতায়
মানুষ স্বস্তির বাতায়ন খোঁজে আকাশের কাছে, সমুদ্রের বেলাভূমিতে,মেঘ বৃষ্টি, পাহাড়, ফুলের কাছে
নিঃসহায় ভিখিরির মতোন।
লুকোচুরি, মিথ্যা, কামুকতা, দ্বেষ, ছদ্মবেশ আর
জিঘাংসার আলপনায় সাজিয়েছো যুদ্ধংদেহী মানুষকে,
চিতা, সিংহ, নেকড়ের চেয়েও বেশি হিংস্রতায়
পৃথিবীর তাবৎ জীব আর স্বজাতকে করছে ছিন্নভিন্ন, লাঞ্ছিত, শোষিত, বিভাজিত, কলুষিত।
অহমিকার চোরাবালিতে অসহায় বন্দীর মতো
পোহায় বেলা, গোধূলিতে বাড়ে পাপের দীর্ঘ ছায়া,
ফুরায় জীবনের ব্যর্থ লেনদেন, ভষ্ম বিদীর্ণ করে
মৃন্ময় বুকের গভীরে বিলীন করো তার দাম্ভিক দেহখানি।
----------------