বহতা জীবন রূপ নদী বয়ে যায়
ভাদরের স্বচ্ছ তরঙ্গায়িত ধারায়,
শীতের ম্রিয়মাণ শ্লথ নিস্তব্ধতায়,
বরষার উচ্ছল উচ্ছ্বসিত কলেবরে
বয়ে নিয়ে সংসারের তাবৎ জঞ্জাল।
নারীও নদীর মতোন আজন্মকাল নিয়মের শৃঙ্খলে বহে যায় বেদনার টলমল জল বুকে,
সারল্যের সৌরভে চারদিক আতরের মোহমত্ততায়।
পুরুষ পাখির মতো ডানা ঝাপটিয়ে নীড় ছেড়ে, মলিনতা ঝেড়ে ফেলে
সুনির্মল নীল নীলিমার অসীম পবিত্রতায়
নদী ও নারী উড়তে পারেনা কোনদিন।
স্বরূপ হারিয়ে মেঘের মতো ছুটে যেতে পারেনা
হিলালয় থেকে আল্পস পর্বতমালার হৃদয়ের অলিন্দে।
এপাশ-ওপাশ স্বস্তির ঝিরিঝিরি বাতাস ঢেলে
ফসলের পূর্ণতার স্নিগ্ধ পোট্রের্ট এঁকে
অনন্ত মহাসিন্ধুে মিলায় নারী ও নদী
একাগ্র তপস্বীর মতো অনন্তকাল।