একে একে যায় অলিন্দের স্বজনেরা
--- দূরে চলে যায়, বহুদূরে অচিন নিরুদ্দেশে,
মানুষের আজন্ম লালিত মুখোশও খসে পড়ে
করোনাকালের নিরেট বাস্তবতার আঁচড়ে,
ফ্লোরেন্সের মৃন্ময় কোমল ভালোবাসায় কেউ জ্বালায় আলোময় সেঁজুতি মানবতার অনন্ত অমানিশায়,
কবি রচে সময়ের রোদ আর আঁধারের বয়ান,
দুর্বিনীত অনটনে অনুশাসন ছিন্ন করে
ঢল নামে শ্রমজীবী তামাটে মানুষের,
স্বপ্নের চাষ করে অবরুদ্ধ তরুণ সৃষ্টির উল্লাসে,
ভেঙে পড়ে মানুষে মানুষে যোজন দীর্ঘ প্রচীর,
বিচূর্ণ হয় পুষে রাখা অদম্য কুহক অহমিকা
---- যেন অন্য এক নভোমণ্ডের অচেনা নিবাস এই পৃথিবী।