জীবনের সহযাত্রী মন ব্রহ্মাণ্ডের পোট্রের্ট
ছুঁয়ে ছুৃঁয়ে বহমান অনন্ত কালের বিস্তারে,
অবারিত অসীম আকাশ, সমুদ্রের ঔদার্য, মনকে ডাকে বারংবার স্বর্গের সুষমায়,
ঘূর্ণির মতো লণ্ডভণ্ড করতে শান্তি-- ডাকে রুদ্র,
নিকষকালো অন্ধকারও ডাকে মনকে নিন্দিত নরকে,
মানুষের নৈকট্যে, ভালোবাসায়, করুণায়
নিঃসীম নীলাদ্রির বিশালতা স্পর্শ করে মনকে,
অপ্রমত্ত মন জীবনকে নিয়ে যায় বহুদূর
অনাবিল আনন্দের রূপকথার দেশে,
লুকোচুরি, হিংসা, জিঘৎসা, ছলনায়
মৃন্ময় কোমল পৃথিবী হয়ে উঠে পাষাণ কারা,
চূর্ণবিচূর্ণ হয় মন, চেনা মানুষ অচেনা হলে,
হৃদয় ক্ষত বেয়ে বেদনার নির্ঝর বয়ে যায়,
অযুত নিউরনের মর্মর প্রাসাদ, মন
এনে দিতে পারে স্বস্তির আরাধ্য নিবাস,
আর
মনের বৈপরীত্যে হয়ে যায় নন্দিত জনপদ
অনন্ত রাতের বাসিন্দা প্রেতের কুৎসিত নগরী।
মন ভাবায় মানুষকে, মানুষ ভাবেনা মনকে,
আত্মকেন্দ্রিক উত্তাল ঢেউয়ে সময়ের নদে
ডুবে যায় সুরভিত বর্ণিল স্বপ্ন-শতদল,
বন্ধ্যা পৃথিবী ভূমিষ্ঠ করেনা মহাত্মা ভূমিপুত্র,
দিন যায়, যুগ যায়, সহস্রাব্দ বিলীন হয়,
ফিরেনা তবু্ও অবারিত শান্তির বাতায়ন পৃথিবীতে।