“এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়”
--- কবি হেলাল হাফিজের “নিষিদ্ধ সম্পাদকীয়” কালজয়ী কবিতার অমর একটি পঙক্তি ।
দেশের স্বাধীনতার জন্য যুদ্ধে যাওয়ার সুযোগ
সব প্রজন্মের হয় না।
স্বাধীনতা অর্থবহ করে দেশকে উন্নত বাসযোগ্য করার যুদ্ধ অগুনিত।
বহুকাল ধরে অনিয়ম নিয়ম হয়ে যাওয়ার বিরুদ্ধে যুদ্ধ, নারীর সম্ভ্রম রক্ষার জন্য যুদ্ধ,
শিশু ও হীনবল মানুষদের নিগৃহীত করার কুৎসিত কদাকার আচরণের বিরুদ্ধে যুদ্ধ,
বৈষম্যের যাঁতাকলে সমাজকে পুঁতিগন্ধময় দোজখ যারা করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ,
কুসংস্কার ধূর্ততা আত্মকেন্দ্রীক স্বাতন্ত্র্য ভাবনার বিরুদ্ধে যুদ্ধ।
অসঙ্গতি,অনিয়ম, অবিচার, মিথ্যাচার, যাকিছু অসুন্দর প্রগতিশীল তরুণের কাছে অসহ্য অসহনীয়।
এই নেতিবাচক বিষবৃক্ষ নির্মূল নিশ্চিহ্ন করতে বর্তমান প্রজন্ম যদি নির্জীব দিকভ্রান্ত পথহীন বিহঙ্গ হয় তাহলে বিপন্ন মানুষের ক্রন্দনরোলে আকীর্ণ হয় স্বীয় বাসভূম। অনিয়মে টইটম্বুর প্রিয় জন্মভূমির সুবর্ণিল আগামীর জন্য যৌবনধারী মুক্তমনা যোদ্ধাদের পাপাচারী সব মোহময়ী শৃঙ্খল ছিঁড়ে আসতেই হবে নতুন দিনের আলোর অভিসারে।