চালে ডালে নূনে তেলে টাকা গেল টুটে,
ছেলে মেয়ে ঈদে বসে কাঁদে মাথা কুটে।
ছোটখাটো আয়ে দহে গরীবেরই শান্তি,
হাসিখুশি, পড়ালেখায় নেমে আসে ক্লান্তি।
বণিকেরা হরিলুটে ফেঁপে উঠে তড়া,
প্রতিবাদে গুলি চলে, পুলিশ করে তাড়া।
ধনী দীনে ফারাক বাড়ে মানুষ কান্দে দুখে,
মুক্ত দেশে ধূর্ত শকুন চলে মহা সুখে।