মাত্রা বিন্যাসঃ ৪+৪+৪+৪

স্বপ্ন বুনি, আনবো সবাই বিশ্বটাকে হাতের মুঠে,
জীবনটাকে পাল্টে দেবো অনেকদিনের অভাব টুটে।
পাড়ি দিয়ে সাত সমুদ্দুর ঘুরবো সবে হরেক দেশে,
সখা সবাই ভানুর খেলে, নিঃস্ব হয়ে হাওয়ায় মিশে।

স্বপ্ন বুনি, শিক্ষা শেষে মস্ত বড় কর্তা হয়ে
দীন দুখীর অশ্রু মুছে খুশির জোয়ার আনবো বয়ে।
প্রশ্ন ফাঁসে স্বপ্নগুলো পালায় ছুটে দূর আকাশে,
গাধা বসে চেয়ারেতে দিন কাটে তার ঘুষের আশে।

স্বপ্ন বুনি, মায়ের মলিন শাড়িখানি বদলে দেবো,
বাবার দুঃখ টুটে দিয়ে, সবাই মিলে সুখী  হবো।
দুষ্ট লোকের কারসাজিতে ভেঙ্গে গেলো স্বপ্ন সবি,
ঘরে ঘরে একই গাথা, ডুবে গেল আলোর রবি।

স্বপ্ন বুনি, টিচার হয়ে গড়বে জাতি বোনটা আমার,
আলোকিত মানুষেতে ভরে যাবে দেশটা সবার।
পথে যেতে নেতার চামচ হুমকি ছুঁড়ে দিনে দিনে,
মগের মুল্লুক ডাকলো তারা, সৎ লোকেরা ঘরের কোণে।

স্বাধীন দেশের স্বপ্ন লুটে ভ্রষ্ট শকুন হরহামেশা,
কর্তারা সব ঠুঁটো গোঁসাই, শুধু তাদের টাকার নেশা।
স্বজনপ্রীতি দুষ্টনীতি যুগে যুগে চলছে দেশে,
ভাঙে সদা ছোট্ট আশা, স্বপ্নরা যায় হাওয়ায় মিশে।