চলেছি অযুত বর্ষ, হয়ে সব সাথী,
জীবনের বৈরী ঝড়ে, অস্তিত্বের রণে।
স্বার্থে লোভে মত্ত জন, ত্রাতা বিশ্বপতি
পারেনি সাম্যকে দিতে, মানব জীবনে।
সৌকর্য সম্ভারে হলো, জগত অনন্যা,
নির্বাসিতা প্রেম মায়া -- রয় দম্ভ দ্বেষ,
নিগৃহীত নারী, শিশু, বহে রক্ত বন্যা,
লুকোচুরি খেলা চলে, সত্যযুগ শেষ ।
মৃত্যুর মিছিল বহে জগত বিস্তারি,
করোনা অদৃশ্য শক্তি, বিশ্বময় ত্রাসে,
পরাশক্তি, প্রমত্তও, জীবন ভিখারি
--- পাপিষ্ঠের দর্পচূর্ণ হলো অবশেষে।
হৃদয় প্রসার করি, জাগাও ভরসা,
স্বার্থের শেকল ছিঁড়ে, দাও ভালোবাসা।