প্রকৃতি তনয়া বৃক্ষ, আলো অভিসারী,
মৃন্ময় পূত নির্যাস পান করে যায়
পঙ্কিল কদর্য রস পরিহার করি,
অবারিত প্রেম তার জগত রক্ষায়।
বাতাস নির্মল করে বাঁচায় জীবন,
প্রাণের প্রবাহ বয় অনন্ত প্রহরে,
ফুল ফল ছায়া দিয়ে বিলায় মোহন,
অশ্রুহীন রবহীন যবে ছিন্ন করে।
পশু পাখি প্রাণী সব আনন্দমেলাতে
পোহায় প্রসন্ন বেলা মাতৃময় স্নেহে,
রুদ্র তাপে, বন্যা ঝড়ে অতন্দ্র সেবাতে
ধর্ম তার নিবেদনে, নির্লোভ নির্মোহে।
মানুষ হারায় ধর্ম স্বার্থের আবেশে,
লোভ তারে নিয়ে যায় পাপের মুখোশে।