মাত্রা বিন্যাসঃ ৪+৪+৪+২
ধর্ম নিয়ে, রাষ্ট্র নিয়ে টানলো সীমারেখা,
পরাশক্তি দলে টানে সুখের নাহি দেখা।
স্বাধীন দেশে আঁচড় কাটে রক্ত সদা ঝরে,
শিশু মরে মানুষ মরে রাষ্ট্র ধ্বংস করে।
বসতবাড়ি লুটে পড়ে, মানুষ বাস্তুহারা,
মানবতার বুলিওয়ালা দেয়না কোন সাড়া।
যুদ্ধ লাগা, অস্ত্র বেচা চলে তাদের ছলে,
ধর্ম, শাসন, প্রচার, শিখন বন্দী তাদের কলে।
ক্ষুধার জ্বালায় শিশু মরে, মজুদ তাদের কাছে,
বিশ্বজোড়া প্রভাব ফেলে, চলছে তাদের ধাঁচে।
লুটে জগত কূটিল চালে, দর্প পরের ধনে,
ধর্মবাণী তজবি হাতে, ফন্দি তাদের মনে।
আকাশ সাগর বনবনানীর ধর্ম তাদের দানে,
মানুষ বনে ঘৃণ্য দানব, মুখে প্রেমেৱ গানে।