এক.
মুখোশ তলে লুকায় নকল মানুষ
স্বার্থ লাভে ওড়ায় ছলনার ফানুস,  
স্বরূপ তার উন্মোচিত করে সময়
ভ্রষ্ট অপাংক্তেয় রূপে হয় পরাজয়।

                 দুই.
ছুটছে মানুষ অর্থ খ্যাতির নেশায়
পরহিত ধর্ম ভুলে পরধন চায়,
নিষ্ঠুর পাষাণ্ড হয়ে ভুলেছে নিয়ম
ব্যর্থ জীবন রেখে আগ্রাসে তারে যম।

                 তিন.
নষ্ট মন নষ্ট নেতা নষ্ট করে দেশ,
নিঃস্বজনের স্বার্থ লুটে বাড়ায়  ক্লেশ।
মহৎপ্রাণ নেতা আজ কূচক্রে বন্দী,
পদ লাভে হচ্ছে আজ চোরচোরে সন্ধি।