উনিশ কুড়ি একুশ
শ্যামা
আজ আমি চল্লিশ ছ্যাঁক ছুঁই ও তুই
কী দারুণ ঘুরছি বলো চক্রধারী?
একটা যুগ্ম দিনরাত্রিও পিঠের বাইরে পড়েনি
এইতো কবে ষোলোর মুখটা আয়নাতে নেড়েচেড়ে
আমি বলতাম-কী যেন বেশ বলতাম?
তারপর উনিশ চিনছে তাকে প্রথম প্রকাশনায়
ছুঁয়েছে বাংলা শব্দের ভয় ভয় ভালবাসা
শাঁখের ভাষার চোখ,গাঁ রাস্তার মত সারল্য
কুয়াশার সংক্ষিপ্ত ঠোঁট ছোবল মারত
নিজেই নির্জন কলেজের বহুগামি বারান্দায়
তারপর তারপর তারপর ওটা তারপরই বলুক
শুনুন মাথার উপরে কাটাফল নকুলদানার জনপ্রিয় ভদ্রলোক
উপসংহারে চাকাটা উল্টোদিকে ঘোরান
আটকেগেছে কাটোয়া কলেজের উনিশ কুড়ি একুশ
জড়িয়ে গেছে সামান্য নরনারায়ণের পেলব পিরিত!!