তুই তুই
শ্যামা প্রসাদ ঘোষ
আমার তুই চাই!
এক কাপ সকাল বলে
আবার দুধ চায়ে চোখের জল
কী করব বল-চেষ্টা তো করছি
তুই-গন্ধ খুঁজব না আর
পুজোর দিনে জামার বোতাম বোম মেরে বলে
তোকেই দরকার
আমি হাসলাম, হাত-পা মিলে
নিঃশ্বাসের দড়িটা দিলাম খুলে
একবার হাত বুলিয়ে দে
দেখ,তোর ঘাড়ে ঘুমিয়ে আমার চিৎকার!!