তুই♥
               শ্যামা প্রসাদ ঘোষ
তুই তোর----
চোখ কোনে আমি!
তুই বললি তুই--
হিম হাসি--
মিথ্যে না--
ধ্যাৎ  শুনব না--
তুই  চোখে তুমি !
সুখ তুই--  
সাগর আমি --
সময়  সন্ন্যাস --
অসার  শ্বাস--
দেখে যাস---
একতারায় দুই
আমি কত তুই ।