তোর দিব্যি
শ্যামা প্রসাদ ঘোষ
ভুলে গেছি তোকে!
আমার রক্তে ধুয়ে গেছে তোর সব স্মৃতি
আমার ঘামে ঘুমিয়ে থাকা স্বপ্ন গুলো-
আঁকেনা ছবি তোর , নোনা রেখায়!
তবু চোখের রাস্তায় বড় হয় তোর ছায়া
তোর চুলের বেণী শাসন করে আমার সাম্রাজ্য
পুরাতন রাজবাড়িটার ইটে আশা জাগে অশ্বত্থে!
তখন হাত ঘড়িটার ব্যাটারী খুলে সময়টাকে-
থামিয়ে দিয়ে খুব বলতে ইচ্ছা করে-
তোর দিব্যি,ভুলতে চাইনা তোকে !!