তিতলি
          শ্যামা প্রসাদ ঘোষ
সারারাত বিছানায় ছট্ ফট্ -
বিছানার চাদরে রাতের হুস হুস দৌড় শ্বাস
ঘুম নেই চোখের চেহারায়
ফ্যানের ব্লেড থেকে বোকা বাতাস কেটে কুটে-
পড়ছে ধুপ ধাপ
অ্যাস্ট্রে-টা তো বলেই দিল -মুখ ভর্তি মোয়া
আর খেলব না
হঠাৎ দেখি জানলার গ্রিলে সকাল ভাঙার শব্দ
তখন সূর্যটার কান ধরে বললাম এই খ্যাপা-
সকাল সকাল উঠে কী করবি-
গানের রেওয়াজ,না কী কে-জি ওয়ান ক্লাস
তো তো করে সূর্য বলল,কাকা তুমিও না !
আজ বলছ শুনলাম,কারণ নিন্মচাপে তিতলি
আমি বললাম- ও তো আমার চোখে বারোমাস!!