তবু কবিতা
শ্যামা প্রসাদ ঘোষ
বাঁচার ইচ্ছাটা প্রদীপের শেষ তেল টুকুর মত জ্বলছে
অঙ্ক অঙ্কুর জীবনে শুধুই বিয়োগের বিজয় বিলাস
মশারীর ভিতরে মশা নেই ভেবে হাসতে কেমন লাগে
কলসি কোমর থেকে নেমে গেছে তাও আশায় চোখ বুজি
দেবালয়ের দেব চুরি গেছে তবু মালা গাঁথি আমি নীরবে
নকল দাঁতের হাসি নিয়ে এ কেমন বেঁচে থাকা ঈশ্বর
সলতের মত শরীরটা আগুনকে অঙ্কন শেখাবে কখন
প্রশ্বাস ফিরিয়ে দেব বলে নিদ্রা যায়নি দিন ফুরিয়ে দিন
তবু দেখি অচেনা হাতে আমার ছায়ায় ধরে আছে কে ছাতা
শরীরের রক্ত কালো করে হয়ত ওর জন্যই লিখছি কবিতা !!