সুস্থ
     শ্যামা  প্রসাদ ঘোষ
ফুল ফুটুক রোদ ছুঁয়ে
মনের গভীরে বাঁচুক ঈশ্বর
ধুয়ে যাক পৃথিবীর যত ধুলো
আমার বারান্দা থেকে-বিমল দার-
চায়ের দোকান,এক নিঃশ্বাসে বলবে একদিন
ঘর ফিরেছে সুস্থ
আজ একমুঠো পেয়েছে সুহানা
আজ একমুঠো-------!!