সুমনা গদ্য
শ্যামা
ডুব দিয়ে ঝিনুক তুলছে সুমনা
সাদা জলের সাহিত্য সে পড়েছে মধ্যরাতে
যখন যোছনাতে তরল হয়েছিল পৃথিবীর রাত্রিরাগ
নিজেকে দেখেছিল সে নিজের থেকেও গভীরে
শরীরের সবটুকু মুক্ত গড়িয়ে তার প্রাপ্ত প্রদীপে
পুরুষের জিভের লোভনীয় ধার ভেঙেছে সে নিজে
মেঘবালিশে মাথা রেখে গুনেছিল যুবক বুকের স্রোত আড়াআড়ি বয়সে গুটিকতক অভিমান সাজিয়েছে কে?
উচ্ছিষ্ট রাত্রি আঙুলে পরে শরীরে মাখছে তার গদ্যের গরল!!