স্মৃতির দেশে
                  শ্যামা প্রসাদ ঘোষ
ঘুরে এলাম স্মৃতির সিন্ধু
বয়স ঊনিশ কুড়ির কাড়াকাড়ি
তখন মুখের কথা কেড়ে নিত চোখ
শরীরী ভাষা ব্যর্থতার বিষে বেরিয়ে আসত ঘামে
সিগারেট শক্তি দিলেও শান্তনা দিত ভারতী নামে মেয়ে
রাতের পর রাত অন্ধকারে পাহাড়ায় চোখের চোরা স্রোত
তারপর একদিন ধরলাম সেই হাত
গলি রাস্তার গোলমালে এগিয়ে গেলাম পথ
ছাতায় দুটো ছায়া এক হয়ে এগিয়ে ছিল কিছু
সব টুকু দুর্বলতা হাত বেয়ে হেঁটে গিয়েছিল ওর হাসিতে
তখন ও ঘামছিল
ঘামলে কেমন দেখায় মাপছিল আমার চোখ
তারপর স্বাভাবিক হল বাতাসের চলাফেরা
আটকে থাকা আলো ছড়িয়ে পড়ল ছায়া মারিয়ে
কেটে গেছে অনেক অমাবস্যার অন্ধকার, শরীরে
ফেরেনি সে স্বপ্নে অথবা সকালে
ঘামে-ভেজা হাতগুলো মনে হয় আজও কাছাকাছি
ভিজে চোখে শুকিয়ে যায় আলো, তবু এ-ভাবেই বাঁচি!!