শেষ রাতে
শ্যামা
এখনও রাত শেষ হয়নি
কিছু বুকের-ঘুম বাকি আছে বিছানা-বালিশে
দু-হাতে চোখ রেখে বাড়িয়ে নিয়েছি এই রাত
পায়ের নিচে ছিটকিনিতে আড়াল করেছি প্রাতঃকাল
ঘড়ির কাঁটায় বেঁধেছি খোঁড়া স্যাকরার রাধে- ঘুঙুর
ঝুম-ঝুম-ঝুম, ঐ বুঝি এল সে!
ওগো ঘরের লাজুক ছাই-আঁধার চোখ বোজো,
যুগল-খাটে স্বপ্ন প্রতিষ্ঠা পাবে এখন,মনের মৌতাতে!
জেনো,সুতো শিল্পের চাদরে পড়ে থাকবেই তার পলকা চুল,
সরু আঙুলের স্বায়ত্তশাসন আর আমাদের যৌগিক সকাল!