শেষের দিনে
শ্যামা প্রসাদ ঘোষ
এখানে সবুজ বাতাস কেলে মাটি
সুস্থ সূর্য ,রাতে চানাচুরের চাঁদ
নিশীথে নেশায় নোয়ানো নকল অন্ধকার
আর দ্রিদিম দ্রিদিম সময়ের শ্বাস
কথা কয় সম্পর্কের সস্তা ইতিহাস
কেটে যাক কম ক-টা দিন
কয়লায় কত লাগে কাঠ
লিখে গেলাম লেখায়
চন্দনে আমার এলার্জি
তুমি তেমন জানো
শেষবার যদি খোজে শ্বাস
মনে মালা মেয়ে,হয়তো এসো
থাক যতটুক জানি-ধোঁয়া এলার্জি তোমার !!