সেই নাম
                       শ্যামা প্রসাদ ঘোষ
আমার একটা নাম ছিলো
হয়তো এখনও কোথাও আছে
কিছু ঠোঁট,দাঁত ও শব্দঠোলার গলা খুঁজেছি
খোঁজা হয়নি একটা নিষিদ্ধ গোল স্ট্যাম্পের হৃদয়
শুনেছি ওখানেই ইঁদুরগর্তের ইমারত
যেতেই হবে,প্রতিরোধক্ষমকে ক্ষমা করে
দু-হাত নিয়েছে দায়িত্ব
ওরা চেয়েছে-টর্চ্ আর শিকারি পেঁচা-
গুঁড়ো নামের জন্য একটা পলিথীন,আর-
আমার চোখের নীল ডায়েরি !!