সাঁতার
শ্যামা
ঙ-ডোবা জলে তাকিয়ে মেঘের-চ
পায়ে চোষা ফুটের ইট গুলো যেমন পড়ে নেয়
পায়ের রেখা
জলকে শাসন করেনি পৃথিবীর কোনো মা
জলের একটা নিজস্ব নৌকা আছে
আছে বৃদ্ধাশ্রম পাকাচুলের দাঁত
চোখের নিচে মই লাগিয়ে বসে আছি
বুকের ভিতর ঝাঁপ দিচ্ছে বয়ঃসন্ধির বৃষ্টি
শৈশবের হাড় মাংস রক্ত কেউ রেখে যায়
প্রাক্তন দীঘিটার খসখসে খামে
আমি সাঁতার জানিনা বলে কাঁদতে ভয় পাচ্ছি
বালিশের বিশ্রামে স্তুপাকার সমুদ্রের শিকড়
এই নদী গুলোর ফনায় বিষ নেই
তবুও আমার জলতলায় যেতে বারণ---