স্বপ্ন
      শ্যামা প্রসাদ ঘোষ
ঘুম ঘুম চোখ
স্বপ্নের চুপি টু-কী
মন কড়াতে খট্ খট্
রক্ত খোলে তোর চিঠি
আমার কপালী ঘাম
হাত বাড়ায় চোখে
বালিশে বন্দী মাথা
তুলোর ত্রিশূলে তুই
বল সোহাগী কথা
সকালের সোজা সূর্যে
পিছলে যায় মন
আই মাখি রাতের মাখন!!