শাঁখ সন্ধ্যার পরে
                        শ্যামা
তাদৃশ খুঁড়িয়ে ছাদে ,মুঠো থইথই আকাশ হলাম আমি
সম্ভবত এই অসম্ভব দেখেনি কেউ তুল-তুল আঁধারে  
দু-একটা বাতাস অবশ্য নড়ছিল এপিঠ ওপিঠ পাতায়
এই ছাদ থেকে তোমার দূরত্ব উদাসীন চোখে একটা মাত্র দীর্ঘশ্বাস
তারপর সম্পর্কের সত্য মিথ্যায় হতে পারে দ্যোতনা
এই রাতবিরেতে আমার চিলেকোঠা হেলে গেছে তোমার কপালে
আঁচলে সুতোফুলের পাপড়ি ধরে দেখছ টি-ভি সিরিয়াল
একফালি রাত তাকিয়ে তোমার শীতক্রিমের ভাসা গালে
বেণীবদ্ধ...কয়েকটি আলগা আঙুলের ঘরোয়া বিকাল
কুসুমায়ন কিছু রাখলাম দেখ তোমার বাংলা তাঁতের কোলে
ওর নাম আকাশ!পুং লিঙ্গ,রুগ্ন-সিংহ রাশি,মুখচোরা,
ভদ্রবিভূতি,কবিতা-কালকূট,স্নাতকোত্তর নিখুঁত বেকার
হতেপারে,তোমার সাদা রাত্রির আড়ালে চোখের কোনে হঠাৎ গড়িয়ে পরা পুরুষ!!