সম্পর্ক
শ্যামা প্রসাদ ঘোষ
কিছু কাছের সম্পর্ক সস্তা হতে হতে দেখি-
ফুটের সব্জির মত অবস্থা
মাঝে মাঝে মনে হয় সবই দাগী
তবু মিনতিতে মুখ ফিরিয়ে নিই
ভাবি এত করে বলছে লোকসান হয় হোক
সময়ের সাথে সাথে দেখি অপেক্ষায়
সবগুলো থেকেই দুর্গন্ধের মাছি ভন ভন
পেটে যাওয়ার আগেই পাতনায় ফেলা দরকার
এই ভেবে ভালোলাগে -আমার না হয়-
কিছু গরুর তো পেট ভরলো
আমি না গোমুত্র ও গোবরের অপেক্ষায়
হিসেবের ঘরে হাঁস ফাঁস হাসির আয়োজন
ডাস্টবিন থেকে রাস্তার সারমেয় তাকিয়ে দেখে
সম্পর্ক সস্তা,দামি হল চাতুরি প্রলোভন !!