সকাল
শ্যামা প্রসাদ ঘোষ
সকাল হল শহর জুড়ে
ইট পাথরে
সকাল হল তুলসী তলায়
শাঁখের সুরে
সকাল হল বেনাবনের
পাতায় পাতায়
সকাল হল ফুলের গন্ধে
ভ্রমর কথায়
সকাল হল ঘুমের ঘোরে
মায়ের ডাকে
সকাল হল ঘড়ির কাঁটা
চায়ের কাপে
আমার সকাল মেঘে মেঘে
খেলছে লুকোচুরি
আমার সকাল সন্ধ্যা হলেও
ফেরেনি আর বাড়ি