শহুরে  সুমনা
              শ্যামা প্রসাদ ঘোষ

পিচের রাস্তার উপর শুয়ে আছে শহরের সুমনা
মানুষের ব্যস্ততায় সময় বাঁচে,ঘাম খসে বেশ
রোদের রস সূর্যের গাল বেয়ে গড়িয়ে পরে রাস্তায়
সুমনা পাশ ফেরে, আড়াল হয়  অনমনীয় আলো
চোখের পাতায় চওড়া হয় অন্ধকারের অগ্রিম অঙ্ক
কোনো ব্যস্ততায় সুমনাকে স্পর্শ করতে পারেনা
রাস্তার ধুলো,জল,ট্রাফিক হেরে যায় ওর কাছে
গল্পের সুমনাকে রাস্তায় দেখে চোখ বাঁকায় সবাই
নাকে রুমাল দিয়ে লম্বা পায়ে পেরিয়ে যায় পথিক
অথচ সুমনার ছবি এঁকে অমরত্ব পায় মির্জা রফিক
জানিস সুমনা ,তোর মাথার ফিতে এখনও রয়েছে লাল
ঘুম ভেঙে ঠিক উঠবে একদিন এ শহরের শান্ত সকাল!!