শহর
        শ্যামা

গাঁ ধুয়ে শহর হয়
তারপর বড় হওয়া
অন্য নগরের সঙ্গে ঘনিষ্ঠতা
সবই একপ্রকার সময়ের মাতৃস্নেহ
বিকেলের ছাতে উঠলে প্রায় দেখা যায়
ভিন্ন শাড়ি ও নাইটি পরা ঘরবাড়ি গুলো যেন
প্যারাপিট ধরে দাঁড়িয়ে এ কথাই বলছে
যে রাস্তা গাঁ থেকে শহরে আসে ফুটবলের বিকেলে
তাঁর পায়ের ধুলোর শৈশব কেড়ে নেয় শহর
মুহূর্তে শহর হয় সুবোধ গ্রাম
ক্যালেন্ডারের ননী কৃষ্ণ!!