রাত
              শ্যামা

রাতের মাঝখানে ভাঙে ঘুম
উঠে বসি
জল খাই
আরও কিছু খাই
ভাবি,এত বছরেেও ঠিকঠাক্ ঘুমোতে শিখলাম কই
অথচ প্রতিযোগিতায় সূচে সুতো পরিয়ে পেয়েছিলাম সাংঘাতিক হাততালি
কী প্রশংসিত হয়েছিল জমজ চোখ
ভাঙলে ঘুম চাঁদের বালিতে দিই দাগ
নড়েওঠে তিনটে বছর
আমি শুধু রবিবার গুলোকে বুঝিয়ে বলি
তোদের কলেজ নেই
তফাতে দাঁড়িয়ে দেখে রাত!!