রাজা-রাণী
শ্যামা প্রসাদ ঘোষ
ঘুঘুর ডাকে
দুপুর বাড়ে ভাত
শিয়াল খোঁজে
কার চোখে কত রাত!
আমার পেটে
কামড়ে ধরে কলম
বুলিয়ে দে তোর
কাঁঁচা ঠোঁটের মলম!
কবিতার ঘায়ে
রস কাটছে বেশ
মাছির জ্বালায়
মন্ত্রী ছাড়ে দেশ!
এমন দেশে
থাকতে ভারি মজা
রাণী সাজ তুই
আমি তোর রাজা!!