রাই
         শ্যামা
শীতের রাতের ওপিঠে দাঁড়িয়ে এক থলথলে প্রাতঃকাল
আমি অন্ধকার ভেঙে এগিয়ে গেলাম সেই সকালতলায়
এক কাপ চা গা দুলিয়ে-এ অধমের নাম দার্জিলিং ডাস্ট!
বললাম,আরে হো-হো.......,
ধুলোমাটির জীবনে এ আর নতুন কী পাহাড়িয়া ?
পশ্চিমে মুখ ফেরাতেই দেখি,সূর্যের শেষ রংটুকু এগাল ওগাল মেখে মেঘ ফিরছে গ্রামের মাটি ঘেঁষে
রাখালের বাঁশি ফিরিয়ে দিচ্ছে বৈরাগ্যে বিধুর মাঠ
ঘাটের পায়ে ঘুমিয়ে মাঝি বউয়ের সুখদুঃখের থালাবাসন
পুলিপিঠের রাত ছুটছে,সঙ্গে আদ্রিয়মাণ চালের ঢেঁকিঘ্রাণ
এরমাঝে কলমের পেট খুঁড়ে খুঁজছি আমি ঠাণ্ডা স্বর-ব্যঞ্জনের সাধিত সুখ
তবু বুকের ভিতর নড়ে উঠছে রক্তমাংসের নরনারায়ণ-
জাগো-রাই,জাগো-জাগো-রাই,আমি তোমার হৃদি কানাই!!