পল্লবী
        শ্যামা প্রসাদ ঘোষ

আমি এখনও পাগল হয়নি - পল্লবী
পৃথিবীর নিয়মেই দিনরাত হয় আমার চোখপল্লবে
দেখি, আকাশ রঙ ছড়িয়ে খেলা করে গাঁয়ের মাথায়
অন্যের ছাদের অপরাজিতা অপেক্ষা করে আমার
আমার চোখ ভাসতে ভাসতে শূন্যে সাঁতার কাটে
বৈশাখী ঝড়ে খুলে যায় জামার বিষন্ন বোতাম
হারিয়ে যাওয়া মানুষের গন্ধ বয়ে আনে বাতাস
চেনা গন্ধে নিজেকে মিশিয়ে দিই কিছুক্ষণ
মাথার জটায় মুক্তোর মত জ্বলে ওঠে সেই মুখ
মনের মানিক চুরি গেছে-তবু হাসতে ভুলে যায়নি
পল্লবী, আমি এখনও পাগল হয়নি  !!