পাগলীটা
                         শ্যামা
পাগলীটা ঘুমিয়ে...
রাস্তায়...
ডেকেছিল সকাল
বিকেল বেঁধেছে ওর ছায়ার চুল...
ছড়িয়ে থাকা জীবনের এক দুই তিন
এখন রাত্রি বা রাত
ভিড় বাড়ছে স্তব্ধতার
ঘর ফিরছে প্রায় সমস্ত উচ্চতার রাস্তা
এই মধ্যম রাত আমার নিঃশ্বাসের থেকেও নরম হতে পারত
না দেখলে অপেক্ষায় পোড়া মেয়েটা!!