পাগল
                                   শ্যামা
চলো ফিরে যাই-পিছিয়ে পিছিয়ে পৌঁছে যাই
বোতাম খোলা শহরের ছেঁড়া পিচনাথ রাস্তায় !
এক-পা মাটিতে এক-পা পায়ের পাতায় পাকিয়ে নোয়ানো নিঃশ্বাসে একদিন বলেছিলে-তুই একটা পাগল
ক্ষীর-খই দাঁত ঘাড় ঘুরিয়ে বলেছিল-সে তো সুখের!
দু-দশক প্রাচুর্যে আজ সেখানেই পাগল শব্দটার হাতধরে আমি !
একটা বিলেত-ফেরত সিগারেট আমার ঠোঁটের ফুটপাত দিয়ে বলতে বলতে গেল আমার পিনকোড আগুনে-তোমার কী ফাগুনে?
পুড়তে আমিও চাই,তবে দাউদাউ দস্যিপনায় নয়,
রিমঝিম করে তোমার বুকের পরাজিত বৈশাখে !
পারবে?কথা দাও-পাঠিয়ে দিচ্ছি ভাসমান মহাশয় হৃদয়!
মুঠোভর্তি ইচ্ছা ঝুলিয়ে দিচ্ছি খেয়ালি চাবি খুঁটে!
আমার চোখের চৌকাঠে ছুড়ে দাও একজোড়া শব্দঠোঁট-
তারপর বলো পাগল-আমি বলব পুড়ছি-বলবে পাগল,
আমি বলব- জল দাও সুমনা ঘোষ,দাও-দাও-জল,
খুলে নাও চোখের কোনে দাঁড়িয়ে এক ফলবতী মেঘ!!