নায়িকা
           শ্যামা
ধরো মুখোমুখি রাস্তায়-একটি বয়স্ক দুপুরের নিচে
তুমি কী ফিরে যাবে উনিশখানি ক্যালেন্ডার কমিয়ে
ফেলে আসা দুটো মুখের প্রথমাবধি প্রেম প্রভাতে?
আমার চোখে পরিয়ে দেবে সেই পারপেল চুড়িদার
বলবে আবার শুদ্ধ সাহসে---------কী বলবি বল!
চাইলেও পারবেনা জানি,ওকথা সমৃদ্ধ ইতিহাসে
বড়জোর মুখ ধোয়া শব্দে বলবে-কেমন আছিস ?
আমি ভালো নেই,বাংলা ম্যাডাম সুমনা বোস(ঘোষ)
সকালের ঠিকানায় রোদ আসতে রাত্রি পাশ ফেরে
অন্ধকার ভাঙতে ভাঙাতে ফুরিয়ে যায় পুতুল-পুতুল আলো
শ্মশানের শৈশব খেলা করে হৃদয় পুরের হেঁসেলে
আগুনের তলপেটে যারা আঙার শেখার অপেক্ষায়-
তার পিছনে দাঁড়িয়ে বছরে পাক দিচ্ছি দুই হাতে,
ছোট গল্পে হারিয়ে যাওয়া নায়িকার নানাকথায় !!