মন্দরাজা
শ্যামা
কেমন আছে সান্ধ্যবতী তোমার সুজন
মেঘের কোলে কামড়ে ধরে হলুদ চাঁদ
গুড়মণ্ডার মত বাড়ে কার রাত?
সবুজ শাখায় শুধুই সংসার,ভালোলাগে?
করতলে আষ্টেপিষ্ঠে লালধুলোর কোটো-বৌ
এই তো সেদিন শ্রীমায়ের নাকে পড়ল সিঁদুর
কেউ বলেছে,ওলো পতিপ্রেমের লোকহিত লক্ষণ
অথচ আমার উত্তর চোখ ঘনশ্যাম লাফ দেয়
ভাবি এ-কার ভালোমন্দের এই যা এই যা?
ভালোথেকো গো সুজন-বৌ,আমি মন্দরাজা
মিথ্যে নয়,রাজত্ব বেড়েছে গোপনের এই গুচ্ছ ঘ্রাণে!!