মা
শ্যামা প্রসাদ ঘোষ

ঝড় থামল গাছের  গালে,খড়ের চালে
দু- এক ফোঁটা বৃষ্টিতে ভিজে গেল বাতাস
ছাতা মাথায় মেঘ গুলো আকাশ থেকে আকাশে
পশ্চিমের আকাশটাতে রঙ মেখে কে দাঁড়িয়ে  
মেঘের কোলে মুখ বাড়িয়ে  মেঘ- আমি গো আমি
খেলবি না?
উত্তর  নেই!
মেঘ ভাঙল গুম,গুম,গুম
আমি বললাম আমার ও মা আছে
ঐ তারাটার কাছে!
আকাশ থেকে  মা ফেলে দেয় আঁচল
আমার ঘুমের  ঘোরে-স্বপ্ন শেখা ভোরে
তুইতো তারার অনেক কাছাকাছি -
পারিস যদি বলে দিস-মা কে ভালোবাসি
মেঘ বলল-লিখতে পারিস চিঠি
আমি বললাম লিখব কেন,মা তো আসে!
ভোরের বেলা আমার  মুখে মা গন্ধ আঁচল
কান্না গুলো কথা হয়ে মোছে চোখের  জল
মা বলে ঢের হয়েছে এবার ঘুমোয় তুমি!
তোমায় ছাড়া ভাল্লাগে না,তারা হব আমি
মা বলে সে অনেক বাকী!
বাকী জীবন থাক পরে থাক বাকী
এ পৃথিবীর শেষ সত্য ‘ফাঁকি’!!