লোকটা

         শ্যামা প্রসাদ ঘোষ

লোকটার নাম পাগল
লোকটার নিঃশ্বাসও পাগল
লোকটার হাসি পাগল
লোকটার হিসাবও পাগল
লোকটার পথ পাগল
লোকটার পোশাকও পাগল
লোকটার কথা পাগল
লোকটার  কান্নাও  পাগল
লোকটার পৃথিবী পাগল
লোকটার পরিচয়ও পাগল
লোকটার এক প্রেমিকা ছিল
এই পথেই সে স্কুলে গেল
লোকটার চটির ফিতেয়
বছর গুলো কতোবার ঘুরল
পথ পাঁজিটা হিসাব দিল
এই মাত্র লোকটার ছুটি হল!!