খেলার পুতুল
শ্যামা প্রসাদ ঘোষ
বৃষ্টি পড়ে সকাল সাঁঁজে
বৃষ্টি পড়ে দুপুর
বৃষ্টি পড়ে শরীর জুড়ে
ভিজল তোমার নূপুর
বৃষ্টি ভেজা মনের জমি
রাখলে তুমি ফেলে
আবাদ করলে লাগত ভালো
ভরতো ফুলে ফলে
আমার শরীর শুকনো সকাল
রোদের মায়া খেলা
তোমায় নিয়ে ভাবতে গিয়ে
গড়িয়ে গেল বেলা
বেলা শেষে রাতের আঁধার
ফিরছে আমার বাড়ি
জীবনটা আজ খেলনা দেখি
তবু,খেলার পুতুল চুরি !!