কেরালা
শ্যামা প্রসাদ ঘোষ
কেরালার কথা শুনতে পাচ্ছো
দেবভূমির বিশ্বাসে আজ বিষ
আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস
শিকড় যাপটে মাটির হুতাস
বাতাসে লেপ্টে কান্নাকাটি
দিনের আলোয় মিশেছে কৃপণতা
নিরুদ্দেশেও নেইকো চাঁদের হাট
কাকের ডানায় হারিয়ে গিয়ে মেঘ
বৃষ্টি সুতোয় বুনছে বেনারশি------
সুতোয় বুঝি পড়ল এবার টান ----
মাটির গন্ধে ফিরুক আকুল প্রাণ !!