কেন গড়লি
শ্যামা প্রসাদ ঘোষ
ভাঙছি প্রতিদিন------্,
গড়তে কত সময় লেগেছিলো...ঠিকাদার ?
একটা সামান্য ছিটেবেড়াও নেই মনটাই!
ফাঁকি,শানানো ফাঁকি!
হাততালি দিয়ে জিতিয়ে দেওয়ার ফন্দি!
আমি বুঝিনা?সব বুঝি!
বলিনা !কারণ,
তোমার থেকেও----,
এই ফাঁকিতে নুন ছিল স্বাদমতো !!