যোগ বিয়োগ
                   শ্যামা
তোমার উনিশ-কথা মনে আছে সুমনা?
নীলাদ্রি আকাশ মাথায়....আসতে কৃষ্ণচূড়া কলেজ
পারপেল চুড়িদারের পিঠ-বুক মেঘ হত তুলো ঘামে
ক্লিন্ন ব্যাকক্লিপ দুপা নেমে অভিযোগে নীল..ভিমুখ পিঠে
প্রতিদিনের দৃশ্যটুকু শেষ হলে,আকাশ ধরত আমায় পড়া
শেষবেঞ্চির সজল দাসের মত বলতে পারতাম না কিছুই
তুমি হাসতে, বিরল অনুভূতির ক্রমশ স্বকল্পিত সুখসুখে
আজ আমার কোন গল্প নেই,নেই হেঁটে যাওয়ার মত অক্ষর
তবু নিয়মিত আকাশের পাঠশালায় পড়াবলি,অগ্নিকোনে
শক্ত অঙ্ক শেষ করতে টনটন করে ঘামেভেজা নালি-রক্ত
ভাবি,বিয়োগেই কেন অঁরথক্ আমি?
উনচল্লিশের উপন্যাস আজও পুরনো অপেক্ষার পথে?
চোখের চারিদিকে ভেঙে যায়-সাদাকালির স্মৃতিসৌধ
বিছানায় বকুল-ফুলের চাদর সুতো গুনে বলে..যোগ শেখ,সকাল হল
আজও শরীরে উনিশ-গন্ধ শুকনো প্রজাপতির মত ওড়ে
বলতে পারো -আর কতদিন বিয়োগে বৃত্ত পাবো আমি?
কতদিন শূন্য নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে যাব ধুলোয়!