জল
       শ্যামা

নদী বেঁকে গেলে
ভীষণ কষ্ট হয় আমার
আমি তো মানুষ,তাই ক্লেশের কথা বলি
গাছ হলে
কিছু না বলে বাড়িয়ে দিতাম হয়তো ফুল
গাঁয়ের দুপুর ঘুমিয়ে গেলে যেমন বিকেল হয়
এতটাই সহুজে
রাস্তা বাঁক নিলে কতদিন হারিয়ে গেছে আমিনা
তবু এত দুঃখ পায়নি
জল সময়ে গড়িয়ে গেলেই ভালো
গালে হাত ভয়ঙ্কর  
এতে নদী বাঁক বাড়ে!!