হাসির ডায়েরি
শ্যামা প্রসাদ ঘোষ
হাসব বলে ঠিক করেছি তাই খায়নি মিঠা পান
হাসতে গিয়ে হঠাৎ দেখি দাঁত গুলো খান খান
কেউ বলে ভাল্লাগে না, মিথ্যেঘুমে দেয়নাকো রা
কেউবা আবার হাসার অজুহাতে দেখায় মারির ঘা
ঠোঁট বলল হাসতেই পারি যদি মেনে নাও এক শর্ত
পিয়ালির ঠোঁটে ঝুলব আমি যতক্ষণ না বেরোয় রক্ত
দাঁত বলল ঠোঁটের হাসি মুচমুচে, কেউ উপকার পাই ?
স্বাস্থ্য বিধান মতে দাঁতের হাসির কোনো বিকল্প নাই
ঠোঁটের হাসি বলল হেসে তোমার দৌড় ঐ লাফিং ক্লাব
জান,আমার় রহস্য উদ্ধারে বিশ্বজুড়ে কত নামি দামি হাব
আমি বললাম থামো ,তোমাদের কাউকেই দরকার নেই ভাই
চোখ খুলছি হাত মুখ ধোয়, এবার আমি মনেই ফিরে যাই !!