ঘুম
     শ্যামা

দুটো দাগ
সরলরেখায় হাঁটছিল
সেদিন একটা গেল বেঁকে
বাঁকা দাগে বিকেল ডেকে বসি
রবীন্দ্র সঙ্গীতের মত নরম হয় শরীর
ভাবি ,কেমন আছো আর তোমার বাড়ি
কোনো কিছু সেভাবে বলতে পারি না
সব কথাই মনে হয় শুকনো বাতাস
বস্তা বস্তা বই ও নধর খাতা
ভাঙা ইস্কুলের হাড়মাস
তার থেকে বলি
ওগো আসি
এখানেই নামুক ঘুম !!