ফাঁকি
শ্যামা প্রসাদ ঘোষ
রাতের শিষ দেয়া শব্দ শহর
আলতো অন্ধকারের একান্তে আলোচনা
দেখি তোমার মুখে বাড়ছে আমার দেনা
তুমি ঘুমিয়ে, চোখে সোনার শিকল তুলে
শরীরে সোহাগস্নিগ্ধ শীতল নদী নালা
ঠোঁটের ভাঁজে জড়িয়ে ক্লান্ত কিছু ঘাম
কালো টিপ কাঁপতে কাঁপতে কপাল কিনারে
মাথার চুল শৃঙ্খলা ভেঙেছে কিছু আদরে
আমার বিছানায় পাশ বালিশের ডাকাডাকি
জানলার গ্রিলে জোনাকীর দেখানো আলোয়
ঘুম মারিয়ে মাপছি -তোমার সাজানো ফাঁকি!!