একপাতা ছবি
শ্যামা
বিকেলের বোলতা রঙিন আকাশটা মুখ দেখে নদীর তলপেটে পিছনের গ্রাম গুলো পিছিয়ে বিকেল ধরে ছামুডাঙার পোয়াতী বিলে হাত থেকে তুলিটা সংক্ষেপে সরে গেলেই জলের উঠোনে চেঁচিয়ে ওঠে জেলে নৌকোর পাড়া রঙের শিশিটা একটু নড়লেই উড়ে যায় পাখি জলের-গা কালো হয় দত্তদের দোমড়ানো মেয়েটার মত তারপর পৃথিবীর সব রঙ খিল দেয় আমার একপাতা ছবিতে শুধু বেঁচে থাকার মত একটি মুখ বুকপকেট থেকে বেরিয়ে অপেক্ষা শব্দটাকে ধরে ঘুমিয়ে যায়!!