এক যে ছিলো দিন
শ্যামা
কাঁটা গাছে জড়িয়ে গেছে সকাল
রাগ করেছে দুপুর
রাগ করেছে বিকাল
ভাঙা মেঘে চুমু খেয়েছে চাঁদ
ধরবে বলে ফাটা মাটি
তাই পেতেছে ফাঁদ
নদীর কথা ফুরিয়ে যাবে বলে
বিকেল এসে বসছে কাছে
সূর্য গেছে ঢলে
রাতের আকাশ মাখছে ধুলো বালি
ছেলেবেলা টানছে ওগো
আমি এখন চলি